আফ্রিকার দেশ মরিশাসে এক বাংলাদেশি নারীকে জবাই করে হত্যার চেষ্টা করে তারই প্রেমিক। আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপালে ভর্তি করা হয়েছে। আর এই কাণ্ড ঘটিয়ে পালিয়েছে অভিযুক্ত ব্যক্তি। তারা দু’জনই বাংলাদেশি নাগরিক।
প্রবাস খবরকে এক বাংলাদেশি জানান, দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। তারা আলাদা বাসায় থাকলেও মাঝে মধ্যে একসাথে থাকতেন। সম্প্রতি দু’জনই অন্যদের সাথে সম্পের্ক জড়ান।
আর এই ক্ষোভ থেকেই জবাই করে হত্যাচেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যা চেষ্টার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এতে দেখা যায়, বাসায় ঢুকে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করা হচ্ছে। চিৎকার আর সারা শরীরে রক্তের দাগ দেখা যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ওই নারীকে।
এর পর থেকে পলাতক আছে অভিযুক্ত ব্যক্তি বা ওই নারীর প্রেমিক। স্থানীয় প্রবাসীরা বলছেন, অভিযুক্ত ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়া অন্য এক নারীও এই হত্যাচেষ্টার সাথে জড়িত ছিলো।
দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, এসব কর্মকাণ্ডের কারণে মিরশাসে বাংলাদেশিদের নেওয়া বন্ধ করে দিয়েছে। আগে প্রায় ২৫ হাজার বাংলাদেশির বসবাস থাকলেও বর্তমানে তা নেমে এসেছে ১০ থেকে ১৫ হাজারে।
Discussion about this post