সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ মজার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা দুই নারী নিরুপায় হয়ে উবার অ্যাপের শরণাপন্ন হন। সেখানে তারা “উবার ক্যামেল” বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে পড়েন।
বুধবার (২৩ অক্টোবর) এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের এক মরুভূমির মধ্য দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন দুই নারী। পথে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন তারা। সুবিশাল মরুভূমিতে পথ হারিয়ে হঠাৎ করেই উবার অ্যাপ খুলে বসেন তাদের একজন । অপ্রত্যাশিতভাবে ভ্রমণের বিকল্প হিসেবে “উট” দেখতে পান তিনি। এই অস্বাভাবিক পরিবহনটি বুকিং দেওয়ার কিছুক্ষণ পরই সেখানে এক ব্যক্তি উট নিয়ে হাজির হন। নিজেকে “উবার ক্যামেল ড্রাইভার” বলে পরিচয় দেন তিনি।
এক নারী তাৎক্ষণিকভাবে উটের পিঠে চেপে বসেন। এ সময় অপর জন অবাক হয়ে বলেন, “পথ হারিয়ে আমরা সত্যি সত্যি উট ডেকে এনেছি।”
এরপর উবার ডাকা সেই নারী চালককে জিজ্ঞাসা করেন, “আপনার জীবিকার উৎস কি?”। জবাবে তিনি বলেন, “আমি উবার ক্যামেল সেবা দেই। আমি মরুভূমিতে পথ হারানো মানুষকে সাহায্য করি।”
চালক ব্যাখ্যা দেন, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা মানুষদের সহযোগিতা দেওয়ায় তার পারদর্শিতা রয়েছে।
দুবাই-হাট্টা সড়কের আল বাদাইয়ের নামের অবস্থানে এই ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে। অল্প সময়ের মাঝে এই ভিডিও সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেয়। অনেকে একে “নকল” ভিডিও বা “সাজানো” ঘটনা বলেও অভিহিত করেন।
প্রতিবেদনে জানা যায়, ভিডিওটি আসলে বাস্তব কোনো ঘটনা নয়, বরং একটি প্রোমোশনাল ভিডিও। উবার তাদের অ্যাপে উট রাইডের কোনো সুবিধা প্রদান করে না।
ভিডিওটি মূলত স্থানীয় ট্যুর এজেন্সি জেটসেট দুবাই এবং একজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে তৈরি করা হয়েছে।
তাই, উবারের মাধ্যমে উট ডেকে আনার এই ঘটনা মজার হলেও, এটি শুধু একটি প্রচারমূলক কৌশল এবং বাস্তবে এমন কোনো সেবা নেই।
এ ইউ/
Discussion about this post