সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বন্যায় রাস্তাঘাট সব ডুবে গেছে। আবুধাবি ও দুবাইয়ের বাসিন্দাদের জীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। বড় কোন দূর্ঘটনা এড়াতে কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, আকস্মিক এই শিলা বৃষ্টিতে অনেক এলাকা ডুবে গেছে। পার্কিং করা গাড়িগুলো অনেকটা পানির নিচে। সড়ক দিয়ে শিলাগুলো বরফের মতো পড়ে আছে।
দেশটির জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। বিকালের দিকে বজ্রসহ বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়।
অতিরিক্ত বৃষ্টির কারণে দুবাই কর্তৃপক্ষ প্রাইভেট এবং পাবলিক সেক্টরে কর্মরত কর্মীদের বাসায় বসে কাজের নির্দেশ দিয়েছেন। স্কুলগুলো অনলাইনে ক্লাস নিতেও শুরু করেছে। যেসব এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে বাসিন্দাদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এছাড়া গাড়ি চালকদেরও সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
মরুময় দেশটিতে এমন আবহাওয়া অবশ্য অনেকে উপভোগও করছেন। বিভিন্ন মাধ্যমে ভিডিও শেয়ার করে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের। বিশেষ করে শিলাবৃষ্টির ভিডিও ধারণ করছেন।
দেশটির আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আরব আমিরাতে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। দেশটির উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এস আর/
Discussion about this post