মঙ্গলবার রাত ৯টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের উঠান থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় মুসল্লিরা। এশার নামাজ পড়ে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে দেখে উঠানে একটি কার্টন। কার্টন দেখে তাদের সন্দেহ হয়। পরে সেটি খোলার পর নবজাতকের লাশ দেখতে পান তারা।
মুসল্লিরা জানায়, মঙ্গলবার জোহরের নামাজের পর থেকে চকরিয়া সেন্ট্রাল কেয়ার হাসপাতালের নাম লেখা কালো পলিথিন মোড়ানো কার্টনটি দেখতে পান। ভয়ে কেউ কার্টনটি খুলে না দেখলেও এশার নামাজের পর মুসল্লিরা কার্টনটি খুলে দেখেন ভেতরে কাগজে মোড়ানো নবজাতকের লাশ। সাথে কাফনের কাপড় ও দুইশত টাকাও পাওয়া যায়। পরে এলাকাবাসী চকরিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় কবরস্থানে এই নবজাতকের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এস এম/
Discussion about this post