মহাকাশের এক কোণে আবিষ্কৃত হয়েছে একটি বিশাল মদের ভাণ্ডার, যা ১০০ কোটি বছর ধরে পৃথিবীর প্রতিটি মানুষ প্রতি দিন তিন লক্ষ বোতল করে সেই বিয়ার পান করলে তবে সেই বিশাল ভান্ডার ফুরোবে। অর্থাৎ ১০০ কোটি বছরেও শেষ হবে না এই ভান্ডার।
যুক্তরাজ্যের মার্লিন রেডিও টেলিস্কোপের নতুন গবেষণায় আবিষ্কৃত হয়েছে একটি বিশাল মিথাইল অ্যালকোহল মেঘ, যার দৈর্ঘ্য ২৮৮ বিলিয়ন মাইল (৪৬৩ বিলিয়ন কিলোমিটার), যা একটি নতুন নক্ষত্রের জন্মস্থানকে ঘিরে বিস্তৃত হয়েছে।
আকুইলা নক্ষত্রমণ্ডলে অবস্থিত এই অদ্ভুত মহাকাশীয় মেঘটি অ্যালকোহলের বিশাল মেঘ, যা আমাদের সৌরজগতের ব্যাসের ১,০০০ গুণ বড় এবং এতে প্রায় ৪০০ ট্রিলিয়ন ট্রিলিয়ন পিন্ট মদ ধারণ করার ক্ষমতা রয়েছে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে এই মদের দূরত্ব ৯৩ লক্ষ হাজার কোটি কিমি। অর্থাৎ আজকের প্রযুক্তিতে সেখানে পৌঁছনো কার্যত অসম্ভব।
তবে, এই অ্যালকোহল মেঘ মানবদেহের জন্য উপযুক্ত নয় এবং এটি মানবদেহের জন্য ক্ষতিকর।
বিশেষজ্ঞদের মতে, এই অ্যালকোহল মেঘগুলি মহাবিশ্বের অন্যান্য স্থানে জীবন সৃষ্টির রহস্য উন্মোচনে সাহায্য করবে। এটি নক্ষত্রের জন্মের পদ্ধতি সম্পর্কে নতুন তথ্য প্রদান করতে সক্ষম হতে পারে, বিশেষ করে কীভাবে গ্যাস ও ধূলিকণা মিথস্ক্রিয়া করে জীবনের উপাদান তৈরি হতে পারে।
সূত্র: রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি
এ ইউ/
Discussion about this post