গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের মাথায়, একজনের ডান হাতে ও আরেকজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতেই তাদেরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর আহত পাঁচজন হলেন- শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭) ও হাসান (২২)।
গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুর, মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত ১৫গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুর, মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত ১৫
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, “গাজীপুর থেকে আহত অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।”
হাসপাতালে হামলায় আহত ইয়াকুবের ভাই মো. নাছির বলেন, ‘‘ফাঁদে পেলে তার ভাইসহ অন্যদের গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাসার একটি কক্ষে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাদের এলোপাতাড়ি আঘাত করা হয়। আমার ভাইয়ের মাথায় আঘাত রয়েছে। ভাইসহ কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।’’
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা করেন। তারা বাড়ির ভেতর ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের এলকাবাসী বাড়িটি ঘিরে ফেলেন। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ১৫ জনকে আটকে পিটিয়ে আহত করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এস এইচ/
Discussion about this post