মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের শিল্পপতি মির্জা আহমেদ ইস্পাহানী।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার সেন্ট জেমস অডিটরিয়ামে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। শুরুতে মাদার তেরেসার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন।
এরপর, মির্জা আহমেদের হাতে পুরস্কার তুলে দেন বিশপ জয়, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রথম সচিব (ভিসা) আলমাস হোসেন ও প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।
অনুষ্ঠানটির ২৪তম এই আয়োজনে বাংলাদেশের সংসদ সদস্য শরীফ আহমেদসহ দুই বাংলার আরো বেশ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব রঞ্জন সেন, ভিসা প্রধান আলমাস হোসেনসহ আরও অনেকে।
এফএস/
Discussion about this post