স্পেনে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদে যথাযথ মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে স্পেন থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে শীর্ষস্থানীয় ব্যক্তি দিদারুল আলম ও দুটি প্রতিষ্ঠানকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস পদক” প্রদান করা হয়। এতে স্পেনে আমানাহ মানি ট্রান্সফারকে প্রথম ও ভিক্টরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলস দ্বিতীয় স্থান অর্জন করে।
১৮ ডিসেম্বর (সোমবার) সকাল ১১.৩০টায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে দিবসের আলোচনা অনুষ্ঠানের সূত্রপাত হয়। শ্রম উইং মুতাসিমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে স্পেনে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ,এনডিসি স্পেন প্রবাসী অভিবাসী কর্মী, তাদের সুহৃদ ও পরিবারের সদস্যবৃন্দসহ অভিবাসন কার্যক্রম ও কল্যাণে যুক্ত সকল জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক শুভেচ্ছা জানান।
আন্তর্জাতিক অভিবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখবো তাদের অধিকার’ দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, জাতির পিতার অসামান্য নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি উন্নয়নের সিঁড়ি বেয়ে। দেশের সার্বিক এই অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী কর্মীদের ও রয়েছে অসামান্য অবদান। স্পেনে বসবাসরত প্রায় ৬০ হাজার প্রবাসী তাদের প্রেরিত রেমিটেন্সের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছেন।
তিনি আরও বলেন প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকার নানাবিধ ভূমিকা রেখে চলেছেন। সাম্প্রতিক সময়ে চালু করা হয়েছে পেনশন স্কিম , যার মধ্যে প্রবাস স্কিম চালু করা হয়েছে শুধুমাত্র প্রবাসীদের কল্যাণে। প্রবাসীরা উক্ত স্কিমে নিজে অংশগ্রহণ করতে পারেন অথবা পছন্দ অনুসারে অন্য যে কোনো স্কিমে নিজের কোনো নিকটাত্মীয়ের পক্ষেও অংশ নিতে পারেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন “ সোনার বাংলা” গড়ে তোলার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি উন্নত দেশ গড়ার ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন ,স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি সাজিদুর রহমান সোহেল,অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান ,এ টি ন বাংলার স্পেন۔ প্রতিনিধি সিদ্দিকুর রহমান ।
Discussion about this post