বুলগেরিয়া পুলিশের মানবপাচার বিরোধী অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসী পাচারে জড়িত একটি সংগঠিত অপরাধ চক্রকে ভেঙে দেয়ার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
দেশটির বর্ডার পুলিশের প্রধান কমিশনার আন্তন জলাতানভ বৃহস্পতিবার গণমাধ্যমকে অভিযান ও আটকের তথ্য নিশ্চিত করেছেন।
উত্তর-পশ্চিম বুলগেরিয়ার সোফিয়া এবং মন্টানা অঞ্চলজুড়ে সংঘটিত এসব অভিযানে মূলত পাচারে জড়িত স্থানীয় বুলগেরীয় নাগরিকদের লক্ষ্য করা হয়েছিল।
আটক ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদেরকে ৭২ ঘন্টার জিজ্ঞাসাবাদের অনুমোদন দেয়া হয়েছে। আরও দুজনের বিরুদ্ধে শিগগিরই অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে বৃহস্পতিবার সকালে রাজধানী সোফিয়ার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তবে নজরদারিতে থাকা একজন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। চলমান অভিযানকে আরও জোরদার করতে বিশদ প্রমাণ সংগ্রহ ও অনুসন্ধান অব্যাহত রাখবে কর্তৃপক্ষ।
পুলিশি তদন্তে বলা হয়েছে, এই চক্রের নেতৃত্বে থাকা দু’জন ব্যক্তি আর্থিক অনটনে থাকা লোকদের অভিবাসী পাচারে যুক্ত হতে বাধ্য করেছিল। আটক হওয়াদের মধ্যে অর্ধেকেরই পূর্বে কোন অপরাধমূলক কাজে যুক্ত থাকার রেকর্ড নেই।
জলাতানভ বলেন, তুরস্ক থেকে সার্বিয়া হয়ে পশ্চিম ইউরোপে অভিবাসী পরিবহণে জড়িত নেতা, সহকারীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হতো।
আইন প্রয়োগকারী সংস্থা এবং সোফিয়া অঞ্চলের প্রসিকিউশন অফিসের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার কারণে অভিযানটি সফলভাবে পরিচালনা সম্ভব হয় বলে জানান বর্ডার পুলিশের প্রধান কমিশনার।
তিনি উল্লেখ করেন, “কর্তৃপক্ষ বেশ কয়েক মাস ধরে গ্রুপটির উপর নজর রাখছিল। একটি বিশাল এবং সংগঠিত অপরাধী নেটওয়ার্ককে ভেঙে দেয়ার ক্ষেত্রে এই অভিযান উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”
Discussion about this post