সংগীতাঙ্গনের বহুল প্রশংসিত নাম এ আর রহমান। তার সুরের জাদুতে মুগ্ধ থাকে গোটা সংগীতপাড়া। ক্যারিয়ারে অসংখ্য গান গেয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই কিংবদন্তী শিল্পী। তবে তার আজকের এই অবস্থানে আসার পথটা মোটেও সহজ ছিল। সংগীতের শুরুর জীবনটা অনেক আর্থিক কষ্টে কেটেছে অস্কারবিজয়ী এই সংগীতশিল্পীর।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি তার অতীতের আর্থিক কষ্টের কথা বলেন। এসময় এ আর রহমান জানান, তার মা গয়না বিক্রি করে স্টুডিওর জন্য সরঞ্জাম কেনার টাকা দিয়েছিলেন। এমনকি অর্থের অভাবে কলেজেও যেতে পারেননি এই গায়ক। কলেজ জীবনে অনেক কিছু মিস করেছেন বলেও আক্ষেপ করেছেন এই সুরকার।
রহমান আরো বলেন, ‘আমি যখন স্টুডিও তৈরি করেছিলাম, তখন একটা অ্যাম্পলিফায়ার কিংবা ইকুয়ালাইজার কেনার মতো টাকাও ছিল না আমার কাছে। স্টুডিওতে তখন কেবল একটা এসি, একটা শেলফ আর একটা কার্পেট ছিল। আমি শুধু ওখানে গিয়ে বসে থাকতাম। কারণ কোনও যন্ত্র ছিল না কাজ করার মতো। এক দিন আমার মা তার গয়না বন্ধক রেখে আমাকে টাকা দেন, সেই টাকা দিয়েই প্রথম রেকর্ডার কিনেছিলাম আমি। ঠিক ওই সময়ে নিজেকে অনেক শক্তিশালী মনে হয়েছিল। আমি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম; ওই এক মুহূর্তই আমার জীবন বদলে দিয়েছে।’
তিনি আরো বলেন,‘আমার বয়স যখন ১২ বছর, তখন আমি ৪০ ও ৫০ বছর বয়সী লোকদের সঙ্গে চলতাম। তাদের সঙ্গে চলার কারণে আমি আরও ভিন্ন কিছু শুনতাম। যেটা আমাকে ওইসব শুনতে আরও আগ্রহী করে তুলতো। এর বাইরেও অনেক কিছু ছিল।’
সম্প্রতি এ আর রহমান, ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমা ‘অমার সিং চামকিলার’গানের জন্য প্রশংসিত হয়েছেন। যা ১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এবং ওটিটিতে অন্যতম প্রশংসিত সিনেমা হয়েছে। সিনেমার কাহিনীর পাশাপাশি স্বতন্ত্র গানের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।
Discussion about this post