মায়ের চোখের সামনে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল মাওয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কসকা এলাকায় এ ঘটনা ঘটে।
জান্নাতুল সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের হাজারীবাড়ির সালিম উল্যাহ হাজারীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে জান্নাতুল তার মা ও অন্য আত্মীয়দের সঙ্গে নিজেদের বাড়িতে ফিরছিল। পথে জান্নাতুল ও অপর এক শিশু মো. সজীব (১০) দৌড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হতে গিয়ে একটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় জান্নাতুল। মারাত্মকভাবে আহত হয় অপর শিশু মো. সজীব।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সজীবকে ফেনী সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত শিশুর বাবা সালেম উল্লাহ হাজারী কুয়েত প্রবাসী। দুই ভাই-বোনের মধ্যে জান্নাতুল বড়।
জান্নাতুলের জ্যাঠা ফারুক আহমেদ বলেন, তিন দিন আগে মেয়েকে নিয়ে নানার বাড়িতে যান জান্নাতুলের মা। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই জান্নাতুলের মরদেহ বাড়ি নিয়ে যেতে আবেদন করেছেন বলে জানান।
ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এ এস/
Discussion about this post