নোয়াখালীর সোনাপুর বাজারে মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়ে এক প্রবাসী নিখোঁজের অভিযোগ উঠেছে। আব্দুল আলীম রবিন (৩৩) নামের ওই যুবক বাহারাইন প্রবাসী। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় শুক্রবার সকালে নিখোঁজ যুবকের বাবা সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ রবিন নোয়াখালী সদর উপজেলার চর উড়িয়া গ্রামের ম্যামের স্কুল এলাকার আব্দুল হাই পরান ও খাদিজা আক্তার রুবি দম্পতির ছেলে। আব্দুল হাই পরান জানান, রবিন ৬ বছরের প্রবাস জীবন শেষে ৬ মাস আগে দেশে ফিরে বিয়ে করে। বিয়ের এক মাসের মধ্যে পুনরায় বাহারাইন চলে যায়। একমাস আগে ফের দেশে ফেরে রবিন।
ওই যুবকের পরিবার জানায়, মায়ের ওষুধ কিনতে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী পৌরসভার সোনাপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিন। সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে রবিনের ব্যবহৃত নম্বরে কথা বলেন স্ত্রী নেহা আক্তার (২২)। এরপরও বাড়ি না ফেরায় সন্ধ্যা ৭টার দিকে পুনরায় ওই নম্বরে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, যুবক নিখোঁজের ঘটনায় তার পরিবারের লোকজন সকালে জিডি হয়েছে।
এ এস/
Discussion about this post