পটুয়াখালীর কলাপাড়ায় কাশেম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
তবে এ ঘটনায় এখনও কাশেমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শিশুর পারিবারিক সূত্র থেকে জানা যায়, ওই উপজেলার একটি গ্রামে এক ব্যক্তির বাড়িতে শ্রমিকের কাজ করেন কাশেম। গতকাল ভোররাত ৪টার দিকে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থার তার মায়ের পাশ থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন কাশেম। ওই শিশুর মা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তিনি বিষয়টি বুঝতে পারেননি। সন্ধ্যায় ওই শিশুর শরীর নিস্তেজ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ইউ/
Discussion about this post