জমি নিয়ে বিবাদের জেরে থানায় আসে মা, ছেলে। সেখানেই এক পর্যায়ে ছেলে মায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সেই ছেলে
থানার মধ্য়ে তখন হুলুস্থল অবস্থা। সব পুলিশকর্মীরা ছুটে আসছেন । কেউ বস্তার সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছেন। দাউ দাউ আগুনে চোখের সামনে জ্বলেপুড়ে যাচ্ছেন এক মহিলা। আগুন থেকে বাঁচাতে তখন সবরকম চেষ্টা করছেন আশপাশের মানুষজন, পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে। হেমলতা নামে ওই মহিলার দেহের ৪০ শতাংশই পুড়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাঁকে। না, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা নয়, বরং মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয় ‘গুণধর’ ছেলে। এমনটাই অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।সামনে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। আলিগড়ের খায়ের থানায় ১৬ জুলাই, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ঘটে ঘটনাটি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জ্বলন্ত শরীর নিয়ে থানার দিকে ছুটে আসছেন এক মহিলা। গলায় তাঁর শুধু ‘বাঁচাও বাঁচাও’ আর্তি। সেই সময় পুলিশকর্মী ও আশপাশের মানুষ, বস্তা-কাদা হাতের কাছে যা পান তাই ছুঁড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। থানার সামনেই যখন এই ঘটনা ঘটছিল তখন পাশে দাঁড়িয়ে মোবাইলের ক্যামেরা অন করে ভিডিয়ো রেকর্ড করছিল এক যুবক। পরে জানা যায়, ওই কীর্তিমান মহিলারই ছেলে। মায়ের গায়ে পেট্রোল আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এস এম/
Discussion about this post