দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সাথে একই কেন্দ্রে ভোট প্রদান করেছেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। একইসাথে ভোট প্রদান করেছেন প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী। এরপরেই ভোট দেন পুতুল। এ সময় তাদের সঙ্গে ছিলেন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে ভোট দেয়ার পর শেখ হাসিনা বলেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা, বাস্তবায়ন করতে পারবেন জনগণের ওপর এ বিশ্বাস তার আছে।
তিনি আরও বলেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছি। এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা ছিল বিপত্তি ছিল, দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।
এফএস/
Discussion about this post