রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রবীণ ব্যক্তি হোসেন শেখ ওরফে মধু ১২৮ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে বার্ধক্যজনিত কারণে জেলার গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলম চৌধুরী পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ১২৮ বছর ৫ মাস ১৮ দিন হয়েছিল। জাতীয় পরিচয়পত্র ও স্থানীয়দের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। সততার কারণে তাকে সাধু বলা হতো। ১৮৯৬ সালে তার জন্ম।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শরীফল ইসলাম বলেন, গোয়ালন্দে অনেক প্রবীণ মানুষ আছেন। প্রবীণ মানুষেরা এতদিন বেঁচে থাকতে পারেন এটা সম্ভব। তবে জন্মনিবন্ধনের সময় অনেকের বয়স বাড়িয়ে দেওয়ার ঘটনা রয়েছে বলে দাবি তার।
এস এম/
Discussion about this post