যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন দেশটি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিক উভয় দলের সঙ্গেই ড. ইউনূসের সুসম্পর্ক রয়েছে। তার বন্ধু দুটি দলের মধ্যেই আছে।
শনিবার (২ নভেম্বর) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, কোনো কোনো দেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন পররাষ্ট্রনীতির খুব একটা পরিবর্তন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব গণতান্ত্রিক দেশে কখনও পড়ে আবার কখনও পড়ে না।
তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডনাল্ড ট্রাম্পের বক্তব্যটি সম্পূর্ণ ডমেস্টিক পলিটিক্যাল ইস্যু। লবিস্টরা হয়ত এ বিষয়ে প্রভাব বিস্তার করেছে। আগামী মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না।
ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, আমরা চাচ্ছি তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক।
শফিকুল আলম বলেন, বাংলাদেশে গণঅভ্যুত্থান সারা বিশ্বের সাপোর্ট পেয়েছি। পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে ভারত থাকা সত্ত্বেও তা কোনো কাজে আসেনি। জনগণ জেগে উঠলে কোনো অপশক্তিই টেকে না।
এম এইচ/
Discussion about this post