মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি ও এক নেপালীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৪ জুলাই) রাজধানী মালের চারটি টেকওয়ে ক্যাফেতে এ অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে।
মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি সপ্তাহেই দেশটির রাজধানী মালে ও এর আশপাশের দ্বীপগুলো থেকে কয়েকশ’ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে মালের বাংলাদেশি মালিকানাধীন চারটি টেকওয়ে ক্যাফেতে অভিযান চালানো হয়। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি ও একজন নেপালী নারীকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ অভিযানে আটককৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ইমিগ্রেশনের গাড়িতে লাথি মারার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা।
তবে অভিযান চালিয়ে অবৈধদের পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে বৈধদেরও, যা আতঙ্ক ছড়াচ্ছে প্রবাসীদের মাঝে। এর দ্রুত সমাধানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। চলমান এই অভিযানে ১ হাজার ৮শ’র বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। এদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি।
এ এস/
Discussion about this post