বৈধ কাগজপত্র বা অনুমতি না থাকায় মালদ্বীপে ইমিগ্রেশন বিভাগের অভিযানে প্রায় ১০০ প্রবাসী বাংলাদেশি আটক করা হয়েছে ।
শনিবার (৯ ডিসেম্বর) স্থানীয় একটি বাজারে যৌথ অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও পুলিশ। এতে আটক করা হয় প্রায় ১০০ প্রবাসী বাংলাদেশি কর্মীকে।
প্রশাসন বলছে, নথিপত্র পরীক্ষায় অবৈধ প্রমাণ হলে পাঠানো হবে নিজ দেশে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ থেকে মালদ্বীপে পাড়ি দেয়ার একটি অংশই কর্মী। যাদের বেশিরভাগই কাজ করছে অবৈধভাবে। আর এসব অবৈধ প্রবাসী কর্মীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গেল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিটির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার স্থানীয় একটি বাজারে যৌথ অভিযান চালায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও পুলিশ। আটক করা হয় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের।
চলমান এই অভিযানে প্রবাসীদের বৈধ-অবৈধ কাগজপত্র পরীক্ষা করা এবং এক মালিকের ভিসা নিয়ে অন্য মালিকের হয়ে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
আর ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে মালদ্বীপে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
Discussion about this post