ভাগ্য বদেলের আশায় প্রবাসে পাড়ি দিয়ে অনেকেই থেকে যান দেশটিতে। সেখানে বিয়ে-সাদিও করে ফেলেন। কিন্তু প্রবাসীদের জন্য মালয়েশিয়া সরকার আর এই সুযোগ দিচ্ছে না। অর্থাৎ এখন থেকে মালয়েশিয়ান তরুণীদের বিয়ে করতে পারবেন না প্রবাসী শ্রমিকরা।
মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ জানিয়েছেন, কেউ আইন অমান্য করে বিয়ে করলে তাদের বিতাড়িত করা হবে বলে। স্থানীয় সময় শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। বলেন, মালয়েশিয়ায় অস্থায়ী কাজের সুযোগ পাওয়া বিদেশি কর্মীরা জন্য স্থানীয় নারীদের বিয়ে করা অভিবাসন আইনে নিষিদ্ধ। এই আইন মেনে চলতে ব্যর্থ হলে তাদের ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বলা হয়, শ্রমিক ভিসায় যারা মালয়েশিয়ায় যান তারা দেশটিতে বিয়ে করলে স্থানীয় নারীদের প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে। তাই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানান, অনেক সময় বিদেশি শ্রমিকরা বিয়ে করে মালয়েশিয়ায় স্ত্রী-সন্তানদের রেখে নিজ দেশে ফিরে যান। তখন এই স্ত্রী-সন্তান প্রতারিত হন।
বিভিন্ন সংস্থার তথ্য বলছে, এসব কারণে মালয়েশিয়ায় সিঙ্গেল মাদারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যা সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তারা। আর এ কারণে বিদেশি কর্মীদের মালয়েশিয়ার স্থানীয় নারীদের বিয়ে করা নিষিদ্ধ।
অভিবাসন বিষয় মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় এবং ধর্মীয় বিষয় বিবেচনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি বাংলাদেশি শ্রমিকদের অন্যতম গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে কয়েক লাখ বাংলাদেশির বসবাস। অনেকে স্থায়ী ভাবেও বসবাস করছেন দেশটিতে।
Discussion about this post