মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়নে চরম ভোগান্তিতে অর্ধলক্ষাধিক প্রবাসী। এমআরপি ও ই-পাসপোর্ট জটিলতায় এসব প্রবাসীর অনেকেই রয়েছেন বৈধ ভিসা হারানোর শঙ্কায়। পাসপোর্ট নবায়নে এক দুয়ার থেকে অন্য দুয়ারে ছুটতে হচ্ছে তাদের। রাতভর অপেক্ষা ও দিনভর চেষ্টার পরও মিলছে না প্রত্যাশিত পাসপোর্ট সেবা।
মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য রীতিমত হাহাকার করছেন প্রবাসী বাংলাদেশিরা। আবেদন করার পাঁচ-ছয় মাস পরও মিলছে না কাঙ্ক্ষিত পাসপোর্ট।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর জানায়, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমাণ থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই-পাসপোর্ট দেয়া হবে।
অন্যদিকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তিতে জানায়, এমআরপির বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী।
বর্তমানে মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য ২০ হাজারের বেশি প্রবাসী আবেদন করে রেখেছেন। পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন, অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন অবস্থায় নতুন করে ই-পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে এসে প্রতিদিনই আবেদন করছেন অনেকে।
এদিকে, হাইকমিশন থেকে বলা হয়, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত ৫১ রিঙ্গিত জমা দিলে ই-পাসপোর্ট আবেদনের সুযোগ আছে।
তবে এখানেও ভোগান্তির অভিযোগ অনেকের। এমন পরিস্থিতিতে পাসপোর্ট জটিলতার দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত পাসপোর্ট সেবা প্রত্যাশীরা।
এ ইউ/
Discussion about this post