মালয়েশিয়ায় এক্সকেভেটরের চাপায় পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এক্সকেভেটর চালানো অবস্থায় এর নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।
শনিবার দেশটির কেদাহ রাজ্যের কুলিমের কামপুং তেরাপ বাতু ১০-এর খনিতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান মোহাম্মদ শাহির রেজা রুসলাল জানান, শনিবার বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে একটি জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা একটি এক্সকেভেটর বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তিনি জানান, এক্সকেভেটরটি বাম দিকে উল্টে ছিল এবং এর নিচে চাপা পড়ে ছিলেন ওই বাংলাদেশি। এ সময় তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে মৃত ঘোষণা করা হয়।
টিবি
Discussion about this post