মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সেলাঙ্গর রাজ্যের তামান সেরডাং পেরদানার কাছে কেএলআইএ এক্সপ্রেস-এর রেললাইন পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয় ট্রেন। শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার সময় ওই বাংলাদেশি দুর্ঘটনার কবলে পড়েন। এক্সপ্রেস রেল লিঙ্ক এসডিএন বিএইচডি (ইআরএল) নামের একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।
শনিবার (১৫ জুন) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি জানায় সেরডাং জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এ এ আনবালাগান। এর আগে দুর্ঘটনার পর রাত ৯টার দিকে দুর্ঘটনার একটি প্রতিবেদন দেন সেরি কেম্বানগানের কেএলআইএ এক্সপ্রেসের নিরাপত্তা বিভাগ।
আরও পড়ুনঃ পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই বাংলাদেশি কেএলআইএ এক্সপ্রেস রেললাইনের সীমানাপ্রাচীর অতিক্রম করে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে ধাক্কা দেয় ট্রেনটি। পুরো ঘটনা ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধরা পড়েছে।
দুর্ঘটনার পর অন্তত ৫ মিটার গভীর একটি ড্রেন থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে লাশ ময়নাতদন্তের জন্য সেরডাং হাসপাতালে পাঠানো হয়েছে। ওই বাংলাদেশি ২০২০ সালে মালয়েশিয়ায় প্রবেশ করেন এবং জহুর রাজ্যে কর্মরত ছিলেন।
এ এ/
Discussion about this post