আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত তিন বাংলাদেশী ও আহত দুজন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন চারজন। তাঁরা সবাই বাংলাদেশি শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (লবোর) এএসএম জাহিদুর রহমান এ প্রতিবেদককে ফোনে নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।
নিহতরা হলেন,বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মোহাম্মদ ওসমান মন্ডলের ছেলে মো: আহেদ আলী (৪২)। আহত দুইজন হচ্ছেন, মো: রাজু ইসলাম (৩৩) ও মো: উজ্জল মৃধা (৩০)। তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে উজ্জলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন জাহিদুর রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে দেশটির পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। পেনাংয়ের উপপুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে এ ঘটনার ভুক্তভোগীরা বাংলাদেশি নাগরিক।

জান মোহাম্মদ বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ভবন ধসে দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।
চার শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন জানিয়ে জান মোহাম্মদ বলেন, তাঁরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদিকে দৃর্ঘটনায় নিহত আহত বাংলাদেশী শ্রমিকদের পরিচয় শনাক্তে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটাছুটি করছেন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (লেবার) এএসএম জাহিদুর রহমান। এ ছাড়া ঘটনাস্থলে রয়েছেন, ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর ও বাংলাদেশ কনস্যুলেট দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন ।
Discussion about this post