আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় কয়েকটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫১ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৮ মার্চ )রাতে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান শহরের ১৭ টি বিনোদন কেন্দ্রে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
অভিযানের সময় প্রাথমিক তদন্তে, ৯৪ জনের বৈধ সামাজিক ভিজিট পাস (পিএলএস) এবং অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) রয়েছে। বাকিদের দেশে থাকার মতো কোনো বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিলনা বলে জানিয়েছেন, ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশন) জাফরি এমবক ত্বহা ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে, ১০৩ জন থাই, দুইজন লাওতিয়ান, ১১ জন ভিয়েতনাম এবং দুজন ইন্দোনেশিয়ান মহিলা। যারা পতিতা এবং কাস্টমার সার্ভিস গার্ল। এ ছাড়া ৫ মিয়ানমার পুরুষ, ১ ইন্দোনেশিয়ান, ১১ বাংলাদেশি এবং তিনজন চীনা পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। .
শনিবার (৯ মার্চ )ইন্দেরা মাহকোটায় পাহাং ইমিগ্রেশন অফিসে এক বিবৃতিতে জাফরি এমবক বলেছেন, জিআইএম পাহাং, স্পেশাল ট্যাকটিক্যাল টিম (পাসটাক), জিআইএম পার্লিস, জিআইএম পেরাক এবং জিআইএম নেগেরি সেম্বিলান-এর সহযোগিতায় পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিনোদন কেন্দ্র থেকে কনডম, ব্যবসার নথি, ব্যবসার রেকর্ড, চাবি এবং যৌন সরঞ্জাম জব্দ করা হয়েছে।। এছাড়া বিভিন্ন দেশের, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশসহ মোট ৯৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
অভিযানের প্রতিক্রিয়ায়, জাফরি এমবোক বলেছেন, বিনোদন কেন্দ্রগুলি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ওয়েচ্যাটের মতো সামাজিক মিডিয়ার মাধ্যমে ফটো ব্যবহার করে বিদেশী মহিলাদের প্রচার করত। অফার করা প্যাকেজের উপর নির্ভর করে গ্রাহকদের কাছ থেকে ৩০০ থেকে ৪০০ রিঙ্গিত পর্যন্ত চার্জ আদায় করা হত।
জাফরি এমবক বলেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অপরাধে গ্রেফতার করা বিদেশী নাগরিকদের পরবর্তী ব্যবস্থা নিতে পাহাং স্টেট ইমিগ্রেশনে রাখা হয়েছে।
এ ছাড়া অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(ডি) ধারায় অপরাধে ১১ জন পুরুষ স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
এস আর/
Discussion about this post