মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের হাতে হাতে পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
আগামী ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের প্রধান কার্যালয় নম্বর ৫বি/৫সি, লট নং-৯ & ১০, জালান সুলতান ইয়াহিয়া পেত্রা’র অফিস থেকে পাসপোর্ট বিতরণ করা হবে।
সোমবার (১৩ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা প্রত্যাশীদের অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপসহ নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ হাইকমিশনের ওপরে উল্লেখিত ঠিকানায় আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ইউ/
Discussion about this post