মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে একটি হাইওয়ে নির্মাণস্থলে মাটিচাপা পড়ে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহতরা হলেন- পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মনিরুল (৩১), শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০) ও মো. সাজ্জাদ হোসেন (২০)।
বৃহস্পতিবার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ।
শরীয়তপুর জেলার জাজিরার মো. শফিকুল ইসলাম লিভলু বেপারী জানান, নিহত তিন জনই পরিবারের হাল ধরার জন্য ভাগ্য বদলের চেষ্টায় চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন।তারা কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।
Discussion about this post