মালয়েশিয়ায় নির্মাণ সাইটে কর্মরত অবস্থায় মাটি ধসে চাপা পড়ে আইয়ূব হোসেন (৪৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে মালয়েশিয়ার পেনাং শহরে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মশ্বিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন।
আইয়ুব হোসেন যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর তালসারি গ্রামের মোনসের আলীর ছেলে।
নিহতের পিতা মোনসের আলী জানান, ১৬ বছর আগে আইয়ূব হোসেন সংসারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় যায়। বাড়িতে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পেনাং শহরে নির্মাণ সাইটে কাজ করার সময় মাটি ধসে পড়ে। মাটি চাপায় ঘটনাস্থলেই মারা যায় আইয়ূব।
Discussion about this post