মালয়েশিয়ায় ১৩ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা বাবুল নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৫ নভেম্বর) নেগারি সেম্বিলান রাজ্যের সেরেম্বানের দায়রা আদালতের বিচারক দাতিন সুরিতা বুদিন ৪৪ বছর বয়সী পোশাক ব্যবসায়ী ওই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রসিকিউশনের যুক্তিতর্ক শোনার পর তাকে ২২ বছরের কারাদণ্ড এবং ১৫টি বেত্রাঘাতের সাজা দেন।
২০২০ সালের ২০ ফেব্রুয়ারি অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেপ্তারের তারিখ থেকে এই সাজা দেয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সেরেম্বানের লাবু বাটু ১০ এর কামপুং ওরাং আসলি টেকির মেন্টেরার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত বাংলাদেশিকে দণ্ডবিধির ৩৭৬বি ধারায় শাস্তিযোগ্য অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়। ভুক্তভোগী কিশোরী বাবুলের স্ত্রীর আগের সংসারের মেয়ে। বাবুলের স্ত্রী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর ভুক্তভোগী মেয়ে ওই বাংলাদেশির ওপর নির্ভরশীল ছিলেন।
Discussion about this post