আহমাদুল কবির, মালয়েশিয়া:
ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশী পরিচয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে আসা ৩ রোহিঙ্গাকে সনাক্ত করা হয়। সোমবার (২২ জানুয়ারি) তাদের মালয়েশিয়ার পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জসিম উদ্দিন, নুরুল ইসলাম এবং শামসুল আলম টেকনাফ, কক্সবাজার এর ঠিকানা ব্যবহার করে হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে আসে। সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের সরবরাহকৃত তথ্যাদি পর্যালোচনা করে দেখেন।
নাম ঠিকানা ব্যবহার করে কিছুদিন আগে তিনজন বাংলাদেশী নাগরিককে ইতোমধ্যে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটকরা জানায় ট্রাভেল পারমিট পাওয়ার জন্য এক দালালকে ৪ হাজার রিংগিত প্রদান করে। হাই কমিশন মালয়েশিয়ার পুলিশের সহায়তায় দালালের সন্ধান করছে বলে হাইকমিশনের সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে।
এস আর/
Discussion about this post