১৯ বাংলাদেশিসহ ১০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। এর মধ্যে ১৩ ভারতীয় ও ৪৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। মালয়েশিয়া পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট কমম জুলকিফলি জোনিত গণমাধ্যমকে জানান, আটকৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তারা কোনো বৈধ নথি/ভিসা দেখাতে পারেননি।
বিবৃতিতে বলা হয়, আটকৃতদের মধ্যে ১৯ বাংলাদেশি, ২৮ ইন্দোনেশিয়ান, ৪৬ মিয়ানমারের নাগরিক ও ১৩ ভারতীয় নাগরিক রয়েছে। আটকদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের অভিবাসন আইন ১৯৫৯ এর ধারা ৬(৩) এবং ধারা ৬(১) (সি) সহ বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।
এমএসি জুলকিফলি জানান, জিওএফ এ ধরনের কার্যক্রম অব্যহত রাখবে। স্থানীয়দের নিজ নিজ এলাকায় সন্দেহজনক কার্যকলাপ বা অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য দিতে অনুরোধ করেন। জনগণের নিরাপত্তা নিশ্চিতেই সবার সহযোগিতা কামনা করা হয় বিবৃতিতে।
Discussion about this post