আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিযান চালিয়ে ১৩২ বাংলাদেশিসহ ২০৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগ জানিয়েছে, শুক্রবার রাজ্যের পাসির গুদাং এলাকার বিভিন্ন স্থানে অপস মাহির নামের অভিযানে ২০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারি, শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে অভিবাসন বিভাগ ওই এলাকার একটি নির্মাণস্থলে অপস মাহিরে, মোট ৫৩০ বিদেশী এবং স্থানীয়দের কাগজপত্র পরীক্ষারপর ২০৬ বিদেশীকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩২ জন বাংলাদেশী, ৫৩ চীনা, ১০ মিয়ানমার, ৬ পাকিস্তানি, ৩ ইন্দোনেশিয়ান, ২ ভিয়েতনামী এবং একজন স্থানীয় ব্যক্তি রয়েছেন। গ্রেপ্তারদের বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৫৬(১)(ডি) ধারা, রেগুলেশন ১৭(বি) এবং রেগুলেশন ১১(৭)(এ) অনুযায়ী তদন্ত করা ছাড়া) ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩, ধারা ৬(১)(সি) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পরিচালক জানিয়েছেন।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১,৯৩৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিবাসন বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
টিবি
Discussion about this post