বাংলাদেশি কর্মীদের কঠোর পরিশ্রম, দৃঢ় দায়িত্ববোধ, সততা ও কর্মকর্মদক্ষতার প্রশংসা করলেন মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক কামাল বিন পারদি।মঙ্গলবার (১২ নভেম্বর) মালয়েশিয়ার পুত্রজায়ায় মানবসম্পদ মন্ত্রণালয়ের শ্রম অধিদফতরের মহাপরিচালক কামাল বিন পারদির সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন দুই কর্মকর্তা।মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ/চাকরি সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অব্যাহত সহযোগিতার জন্য মহাপরিচালক এবং তার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার শামীম আহসান।মহাপরিচালক কামাল মালয়েশিয়া ও বাংলাদেশ উভয়ের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম, দৃঢ় দায়িত্ববোধ, সততা ও আনুগত্যের প্রশংসা করেন।
বৈঠকে বোয়েসেলের মাধ্যমে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মী সফল ও সুষ্ঠুভাবে নিয়োগের উদাহরণ টেনে বোয়েসেলের মাধ্যমে কোনো টাকা ছাড়াই নিয়োগ কার্যক্রমের সফলতা ও সুবিধার কথা তুলে ধরেন হাইকমিশনার।বৈঠকে শ্রম অধিদফতরের উপ-মহাপরিচালক পুয়ান বেটি বিনতে হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/
Discussion about this post