আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ার তেরেঙ্গানুতে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসীকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগ (ইমিগ্রেশন) সূত্রে জানা গেছে, সোমবার ২৯ জুলাই, কুয়ালা তেরেঙ্গানু জেলার হুলু তেরেঙ্গানুতে নির্মাণাধীন ১০ জন বাসিন্দার বাড়িতে অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।
স্টেট ডেপুটি ডিরেক্টর অব ইমিগ্রেশন (নিয়ন্ত্রণ), মাত আমিন হাসান বুধবার এক বিবৃতিতে বলেছেন, সোমবার সকাল ৯টার দিকে অভিযানে ১৮ থেকে ৪৫ বছর বয়সী ইন্দোনেশিয়ান, বাংলাদেশি এবং মিয়ানমারের নাগরিকসহ মোট ৫৬ জন বিদেশীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছেন তা জানা যায়নি।
তিনি বলেন, অভিযানের সময় বিদেশিরা সবাই গ্রামবাসীদের বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিল। অভিযানে গ্রেপ্তার ৫৬ জন বিদেশীর মধ্যে মোট ১৯ জন অবৈধ অভিবাসী বৈধ ভ্রমণ নথি ছাড়া এবং পাসপোর্টের অপব্যবহার করে সময়সীমার বাইরে অবস্থান করছেন বলে কাগজপত্র পরীক্ষার সময় তা প্রমাণিত হয়েছে।
অভিযানের সময়, কিছু বিদেশী পালানোর চেষ্টা করেছিল কিন্তু এনফোর্সমেন্ট অফিসাররা নির্মাণ সাইটটি ঘিরে রাখায় অভিবাসীরা পালাতে ব্যর্থ হয়।
মাত আমিন বলেন, গ্রেপ্তারকৃত ১৯ অবৈধ অভিবাসীকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩ এবং ১৯৬৩ রেগুলেশন অনুযায়ী আরও তদন্তের জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
স্টেট ইমিগ্রেশন স্থানীয় বাসিন্দাদের বলেছে যারা বিদেশিদের ব্যবহার করার পরিকল্পনা করছে তাদের বৈধ ভ্রমণ নথি আছেকি না তা নিশ্চিত করতে।
এস এম/
Discussion about this post