প্রবাস খবর প্রতিবেদক: মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মো. শামীম আহসান। স্থানীয় সময় শুক্রবার দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। এর আগে ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন শামীম আহসান।
কূটনীতিক শামীম আহসান মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সদ্য বিদায়ী হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন।
বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শামীম আহসান ১১তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে তার কর্মজীবন শুরু করেন।
তিনি ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। কর্মজীবনে তিনি নানা সময়ে দেশ ও দেশের বাইরে দায়িত্ব পালন করেছেন। কাজের ধারাবাহিকতায় তিনি নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া রোম, নাইরোবি, দোহা, কুয়েত এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনেও কাজ করেছেন শামীম আহসান।
অন্যদিকে, বিদায়ী হাইকমিশনার মো. গোলাম সারোয়ার মালেয়েশিয়ায় তিন বছর দায়িত্ব পালন শেষে তৃতীয় বাংলাদেশি হিসেবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা -সার্কের মহাসচিব হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে।
শামীম আহসানের গ্রামের বাড়ি বরিশাল বিভাগের পিরোজপুরে। সেখানেই জন্মগ্রহণ করেন তিনি। শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস সম্পন্ন করেন।
Discussion about this post