আহমাদুল কবির, মালয়েশিয়া: কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুই দিন ব্যাপী মোবাইল কনস্যুলার সেবা শুরু হয়েছে। মালয়েশিয়ার পেনাং রাজ্যে শুরু হওয়া প্রথম দিন ১৮ মে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ অনারারী কনস্যুলেট অফিস পেনাং মালয়েশিয়া হতে ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটির শুভ উদ্ধোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান।
এছাড়াও ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটি (১৯ মে) রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং হতেও প্রদান করা হবে।
মোবাইল কনস্যুলার সার্ভিসটির শুভ উদ্ধোধনী অনুষ্টানে , পেনাং অনারারী কনস্যুলেট অফিসের অনারারী কনস্যাল দাতু শেখ ইসমাইল আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ( ভিসা ও পাসপোর্ট) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকে্এলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী উপস্থিত ছিলেন।
টিবি
Discussion about this post