মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান সিলাং (কোতারায়া) ও তার আশপাশে অবৈধ অভিবাসীদের ধরতে ‘মিনি ঢাকা’ খ্যাত বাংলা মার্কেটে মেগা অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগের জেনারেল মুভমেন্ট ফোর্সের (পিজিএ) প্রায় এক হাজার সদস্য ও পুলিশ কর্মকর্তা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে বাংলাদেশিসহ ১ হাজার ১০১ জন আটক অভিবাসী আটক হয়েছেন।
অভিযানের আগ-মুহূর্তে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। এরপর বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতারায়ার প্রতিটি দোকানে তল্লাশি চালানো হয়। যেখানে দেখা যায়, মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই বাংলাদেশ থেকে আসা বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করা হচ্ছে।
এছাড়াও সেখানে অনেক বিদেশি ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনার পাশাপাশি আড়ালে দেশীয় মেডিসিন ব্যবসাও পরিচালনা করে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিকদের তত্ত্বাবধানে ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। অভিযানের সময় এই তিন দেশের নাগরিকদের অধিকাংশই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
অ্যালোনার নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ওই এলাকায় বেশিরভাগ বিদেশি শ্রমিক ভিসায় এসে স্থানীয়দের সঙ্গে টাকার বিনিময়ে তাদের কাগজপত্র ব্যবহার করে নিজেদের মতো করে একচেটিয়া ব্যবসা করেন।
আটকদের কাগজপত্র বাছাইয়ের জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোন দেশের কতজন নাগরিক গ্রেফতার হয়েছে, তা জানায়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
এফএস/
Discussion about this post