আগামী ১ ডিসেম্বর থেকে চীন ও ভারতের নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণে কোনও ভিসা লাগবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিনা ভিসায় মালয়েশিয়ায় ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন ভারত ও চীনের পর্যটকরা।
রোববার (২৬ নভেম্বর) আনোয়ার তাঁর দল জাস্টিস পার্টির কংগ্রেসে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। আজ সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা ছাড়ের এ সুবিধা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে।
দেশটির সরকারি হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মালয়েশিয়া ৯১ লাখ ৬০ হাজার পর্যটক গিয়েছেন। এর মধ্যে চীনের পর্যটক ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ ও ভারতের ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন। অথচ করোনার আগে ২০১৯ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ১৫ লাখ ও সাড়ে ৩ লাখ।
গত সপ্তাহে চীন মালয়েশিয়া ও ইউরোপের কয়েকটি দেশের নাগরিকদের জন্য আগামী মাস থেকে ভিসামুক্ত প্রবেশের সুবিধার ঘোষণা দেয়। অন্যদিকে প্রতিবেশী দেশ থাইল্যান্ড, যাদের অর্থনীতি পর্যটন খতের ওপর অনেকাংশেই নির্ভরশীল, তারাও অনেক দেশের নাগরিকদের মতো চীন ও ভারতীয় পর্যটকদের ভিসার ক্ষেত্রে ছাড় দিয়েছে।
Discussion about this post