সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৯৮ পেয়ে মাস্টার্সে প্রথম স্থান অধিকার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা শিবিরের দাওয়াহ্ সম্পাদক মো: আরিফুল ইসলাম। মঙ্গলবার (১৩ মে) ইসলামিক স্টাডিজ বিভাগের ফলাফল প্রকাশিত হওয়ার পর বিষয়টি জানা যায়।
ইতোপূর্বে জবির ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক পরীক্ষায় ৩.৮৯ সিজিপিএ নিয়ে বিভাগে প্রথম স্থান অধিকার করেন আরিফুল। পাশাপাশি মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
এ বিষয়ে আরিফুল ইসলাম চ্যানেল 24 অনলাইনকে বলেন, “আমার সব সময় ইচ্ছা ছিল ইকামাতে দ্বীনের দাওয়াত দেশ-বিদেশে ছড়িয়ে দিবো। আজ আমার মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি আল আজহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পেয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন।”
এম এইচ/
Discussion about this post