‘আমি কি করে সামলাব মা…?’ বিখ্যাত শিল্পী মোনালি ঠাকুরের তীব্র কষ্ট কিছুটা ফুটে উঠেছিলো বৃহস্পতিবার (১৭ মে) তার এক স্ট্যাটাসে! দীর্ঘদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন গায়িকার মা। অবশেষে তিনি সেই লড়াইয়ের দাড়ি টানলেন শুক্রবার দুপুরে!
এদিন মোনালির বড় বোন মেহুলি ফেসবুকে লিখেছেন,“শেকল ছিঁড়ে গেছে… অবশেষে কষ্টের অবসান…। দুপুর ২টো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।”
অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলেন না মোনালি এবং মেহুলি দুই বোন। ঠিক একদিন আগেই মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন মায়ের যন্ত্রণার কথা। তার পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েন ভক্তেরা। বেশকিছু দিন ধরেই মৃত্যুর সঙ্গে এই লড়াই চলছিল তার। কন্যা মোনালি মায়ের মৃত্যুর মুহূর্তটা আগে থেকেই বুঝতে পেরেছিলেন। লাইফ সাপোর্টে ছিলেন তার মা। বৃহস্পতিবার মোনালির পোস্টে সকলে জানতে পারেন সেই ঘটনা।
লাইফ সাপোর্টে থাকাকালীন খুব কষ্ট পাচ্ছিলেন গায়িকার মা। তবে মায়ের এত কষ্ট দেখতে পারছিলেন না দুই মেয়ে, তাই মাকে কষ্ট থেকে মুক্তি দিতে ভেন্টিলেশন থেকে বের করার সিদ্ধান্ত নেন তারা। সোশ্যাল মিডিয়ায় এই কঠিন সিদ্ধান্তের কথা মোনালি সেই পোস্টে নিজেই জানান।
সোশ্যাল মিডিয়ায় পারিবারিক কথা কখনো শেয়ার করতে দেখা যায়নি মোনালিকে। কিন্তু মায়ে মৃত্যুর সংকটাবস্থার খবর শেয়ার করে নেন সকলের সঙ্গে। জীবনের না-জানা যন্ত্রণার এই মুহূর্ত তিনি তুলে ধরেন। একইসঙ্গে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে সেকথাও লিখেছিলেন তিনি। শুক্রবার দুপুরেই মাকে যন্ত্রণা থেকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেন মোনালি ও তার বোন।
এ এস/
Discussion about this post