বাংলাদেশ-ভারতের মধ্যে টেস্ট সিরিজ চলাকালে চেন্নাই ও কানপুরের গ্যালারিতে ভারতীয় দর্শকদের নির্যাতন অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় “টাইগার রবি”কে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।
চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টে রবি অভিযোগ করেছিলেন, ভারতীয় সমর্থকেরা তাকে হেনস্তা করেছেন। তবে চেন্নাই পুলিশ জানায়, অভিযোগ মিথ্যা। এরপর শুক্রবার কানপুর টেস্টের প্রথম দিনেও একই অভিযোগ করেন তিনি। সে অভিযোগেরও সত্যতা পায়নি কানপুর পুলিশ।
রবির অভিযোগ, গ্যালারিতে ভারতীয় সমর্থকেরা তাকে হেনস্তা করেছেন। সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। পরে চিকিৎসার জন্য পুলিশ রবিকে হাসপাতালে পাঠায়।
পুলিশ তখন বলেছিল, সিসিটিভির ফুটেজ দেখে তারা জানতে চেষ্টা করবেন আসলে সেখানে কী ঘটেছিল।
পরে কারপুর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ জানায়, রবিকে হেনস্তার অভিযোগ সত্য নয়। কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে গতকাল সংবাদমাধ্যমকে বলেন, “পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি।”
রবির এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও ফেলেছে বিব্রতকর অবস্থায়। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে তাকে মাঠে না যেতে বলা হয়েছে।
এম এইচ/
Discussion about this post