প্রতিবছর হজে আগে মক্কার আবাসন পর অন্যান্য বিষয় গুরুত্ব সৌদি সরকার। তবে এবার মিনায় যাত্রীদের জন্য সুবিধাজনক স্থানে বাড়ি ভাড়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর অফিসার্স ক্লাবে হাব আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, এ বছর মিনায় অবস্থান নিশ্চিত করতে পিছিয়ে গেছে বাংলাদেশ। কোটা পূরণে কালক্ষেপন ও নির্ধারিত সময়ের পর হজ যাত্রীদের টাকা দেরিতে পাওয়ায় এজেন্সিদের পক্ষে যাত্রীদের জন্য মিনায় সুবিধাজনক স্থানে বাড়ি ভাড়া সম্ভব হয়নি।
এদিকে একই অনুষ্ঠানে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হজ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ মডেল হতে চায়। হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সরকারের আন্তরিকতার অভাব নেই। বাংলাদেশের হজ যাত্রীরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে বিষয়ে সৌদি আরবের সঙ্গে কাজ করছে সরকার।
এ এস/
Discussion about this post