মিয়ানমারে চলমান সংঘাত থেকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিপি’র ৬৩ জন সদস্য টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকে পড়ছে। তাদেরকে বিজিবি’র হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১ টায় বিজিপির সদস্যরা হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি মিডিয়া বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম।
পালিয়ে আসা বিজিপি সদস্যদের বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে।
দুপুর পর্যন্ত তারা সবাই হোয়াইক্যং বিজিবির সীমান্ত ফাড়িতে অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।
এর আগে কয়েক দফায় ২৬৪ জন পালিয়ে এসেছে। এ পর্যন্ত মোট ৩২৭ সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এ জেড কে/
Discussion about this post