রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। সোমবার বেলা প্রায় একটার দিকে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই মিরপুর ও পল্লবী থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেখানে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।
তিনি বলেন, আমাদের ৮টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কীভাবে আগুন লেগেছে, এখনও তা জানা যায়নি।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এ জেড কে/
Discussion about this post