রাজধানীর মিরপুর এলাকায় বাসা বাড়িতে কাজ দেয়ার কথা বলে বাসায় আটকিয়ে (১৫) বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর (২৪) ও তার এক বন্ধুকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর পল্লবী স্বপ্ননগর এলাকা থেকে ওই কিশোরীকে ভালো বাসা বাড়িতে কাজ দেয়ার কথা বলে মিরপুর-১১ বড় মসজিদের পাশে তার বাসায় নিয়ে যায়। পরে সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়।
কিশোরীর বরাত দিয়ে তার মা জানান, তাদের বাসা মিরপুর কালাপানি এলাকায়। তিনি নিজে বাসায় কাগজের ঠুঙ্গা বানায়। কিশোরীর বাবা রিকশা চালান। সংসারে অভাব অনটন দেখে তিনদিন ধরে পল্লবীর থানার পাশে স্বপ্ননগর এলাকায় বাসা বাড়িতে কাজে দেয়। সেখান থেকে বাসায় ফেরার পথে গত কয়েকদিন ধরে একটি ছেলে তাকে ভালো কাজ দেবে বলে প্রস্তাব দেয়। আজকেও রাস্তায় দাড়িয়ে ছিল ওই ছেলেটা। পরে তার সঙ্গে যায় ভালো কাজ পাওয়ার উদ্দেশ্যে। ছেলেটি তার মেয়েকে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির ব্লিডিং শুরু হয়। তখন ছেলেটি তার এক বন্ধুকে ডেকে নিয়ে আসে সাহায্যের জন্য। দুজন মিলে মেয়েটিকে পল্লবী ইসমাঈল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ছেলে দুটির কথার অসংলগ্ন পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ফোন দেয়।
তিনি আরও জানান, মেয়েটি তার এক বান্ধবীর ফোনে বিস্তারিত জানালে দুপুর ১টার দিকে আমরা খবর পেয়ে ওই হাসপাতালে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে থানা পুলিশ আমাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। আর ছেলে দুটিকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে দুপুরে ওই হাসপাতাল থেকে অভিযুক্ত সাগর (২৪) সহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসি। মৌখিকভাবে আমরা ধর্ষণের অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এস এইচ/
Discussion about this post