বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানো হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক সাভার সিএমএইচ-এ বিএনপি মহাসচিবকে দেখতে গিয়েছেন। তিনি বিএনপি মহাসচিবের খোঁজ রাখছেন।
মির্জা ফখরুল ইসলাম এখন অনেকটা সুস্থ জানিয়ে এতে আরও বলা হয়, মহাসচিবের কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচ-এ হবে।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার সঙ্গে আছেন।
উল্লেখ্য এর আগে সকাল ১০টার পর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতির বেদীতে আসেন মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা। এ সময় অতিরিক্ত ভিড়ে তিনি হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে গাড়িতে করে হাসপাতালে নেন নেতাকর্মীরা।
এম এইচ/
Discussion about this post