জাপানের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস জাপান ২০২৪’-এর বিজয়ীকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বছর প্রতিযোগিতার মুকুট জিতে নিয়েছেন ক্যারোলিনা সিনো নামের ২৬ বছর বয়সী এক তরুণী।
তবে এ তরুণীর জন্ম ইউক্রেনে হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেকে বলছেন, জাপানের সঙ্গে যার কোনো ‘অতীত সম্পর্ক’ নেই তিনি কিভাবে দেশটির সেরা সুন্দরী হন।
গত সোমবার (২২ জানুয়ারি) মিস জাপানের মুকুট জেতার পর এ বিষয়টি নিয়ে কথা বলেন ক্যারোলিনা। তিনি বলেন, ‘আমি ভাষায় ও মনে জাপানিজ। আমি এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে মানুষকে তাদের চেহারা নিয়ে বিচার করা হবে না। আমার চেহারাগত বাধা রয়েছে; যেটির কারণে আমাকে জাপানিজ হিসেবে মানা হয় না। ফলে এই প্রতিযোগিতায় একজন জাপানিজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমি সবার প্রতি কৃতজ্ঞ।’
তার এমন আর্জির পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকজন বিরূপ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘মিস জাপান বিজয়ীকে নিয়ে বেশিরভাগ জাপানিজই খুশি নয়।’ আরেকজন লিখেছেন, ‘যখন ইউরোপীয়ানদের মতো দেখতে কাউকে জাপানের সেরা সুন্দরীর খেতাব দেওয়া হয়; তখন এটি নিয়ে জাপানিজরাই বিভ্রান্তিতে পড়বে।’
সূত্র: এনডিটিভি
এফএস/
Discussion about this post