কোটা আন্দোলনে নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবসা অনুষদের ছাত্র মীর মুগ্ধের নামে ব্যবসা অনুষদ ভবনের নামকরণ করা হয়েছে। বিইউপির ব্যবসা অনুষদ ভবনটি নতুন নামকরণ করা হয় ‘সাহেদ মীর মুগ্ধ টাওয়ার’।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিইউপি কর্তৃপক্ষ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করে।
এ ব্যাপারে বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেন সময় সংবাদকে বলেন, ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এখন থেকে বিইউপির ব্যবসা অনুষদ ভবনটি মুগ্ধ টাওয়ার হিসেবে পরিচিত হবে।
ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগে মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) পানি দেয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা শেয়ার করেন লাখ লাখ মানুষ। এই ভিডিও, ন্যায়বিচারের আহ্বান জানিয়ে আরও বেশি মানুষকে রাস্তায় নেমে আসতে উৎসাহিত করে।
জানা যায়, বিক্ষোভকারীদের হাতে সেদিন পানির বোতল তুলে দিচ্ছিলেন মুগ্ধ। টি-শার্টের হাতা দিয়ে টিয়ার গ্যাসে জ্বলতে থাকা চোখ মুছতে মুছতেই পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে। কিন্তু এর মাত্র পনের মিনিটের মাথায়, দুপুরের উত্তাপে বিশ্রাম নেয়ার সময় একটি বুলেট তার কপালে এসে বিঁধে; শহীদ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুগ্ধ।
আন্দোলনে গিয়ে মুগ্ধর মতোই প্রাণ দিয়েছেন আরও অনেক শিক্ষার্থী। তাদের পরিবারের এখন একটাই চাওয়া- এসব হত্যাকাণ্ডের যেন ন্যায়বিচার হয়, শাস্তি পায় জড়িতরা।
এম এইচ/
Discussion about this post