কোটা সংস্কার আন্দোলনের সময় “আওয়াজ উডা” শিরোনামে একটি গান প্রকাশ করেছিলেন র্যাপার হান্নান। যা আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সারা ফেলে। এরপর ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার এক সহশিল্পী।
মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
গত ১৮ জুলাই প্রকাশিত হয় “আওয়াজ উডা” গানটি। যা পরবর্তীতে ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করতে ব্যাপক ভুমিকা পালন করে।
গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, “আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর আলোকপাত করতে চাই।”
টিবি
Discussion about this post