ভারতের তেলেঙ্গানার কামারেড্ডি জেলার দেশাইপেট গ্রামের এক যুবক মুখে সাপ ঢুকিয়ে রিলস বানাতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। সেই গ্রামেরই বাসিন্দা শিবরাজ। তাঁর বাবা ও শিবরাজের সাপ ধরাই জীবিকা বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন স্থানীয় জঙ্গল থেকে একটি গোখরো সাপ ধরেন তাঁরা। পরে ওই সাপটি নিয়ে ভিডিও করা শুরু করেন শিবরাজ। এতে সহায়তা করেন তাঁর বাবা।
ঘটনার একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে, শিবরাজ মুখে গোখরো নিয়ে নিজের চুল ঠিক করছেন। কখনও নমস্কার করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। সাপটিকে মুখের ভেতরেই নড়তে দেখা যায়। এরমধ্যে কখন সাপটি তাঁর মুখে কামড়ে দেন তা বুঝতে পারেনি কেউ। পরে যুবককে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওটির কমেন্ট বক্সে এক নেটিজেন মন্তব্য করেন, ‘মানুষ জীবনে এত ঝুঁকি নেয় কী করে?‘ আরও একজন লেখেন, ‘তাৎক্ষণিক জনপ্রিয়তা পাওয়ার জন্য দেশের যুবকরা জীবনের ঝুঁকি নিতেও পিছুপা হচ্ছে না। সামজিক মাধ্যমের প্রতি আসক্তি জন্মেছে।’
এস আই/
Discussion about this post